চুক্তি চূড়ান্ত: প্রতিদিন ফিরবে ৩শ থেকে ৫শ রোহিঙ্গা

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

চুক্তি চূড়ান্ত: প্রতিদিন ফিরবে ৩শ থেকে ৫শ রোহিঙ্গা

বাংলাদেশে আশ্রয় শিবিরে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে প্রতিদিন তিনশ থেকে পাঁচশ জনকে ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মঙ্গলবার সকালে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তিটি চূড়ান্ত হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

বৈঠকে প্রতি সপ্তাহে ১৫ হাজার করে রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। আর মিয়ানমারের চাইছিল শনি ও রোববার তাদের সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে সপ্তাহে ১৫০০ জনকে ফেরত নেওয়া। পরে দুটি পক্ষের মধ্যবর্তী একটি প্রস্তাব গ্রহণ করা হয়।

সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক এবং পরে ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্ধারণে গঠন করা হয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।

সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এই গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের বৈঠকে এই চুক্তিটি চূড়ান্ত রূপ পায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com