দিরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

দিরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দিরাইয়ে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার পর মধুরাপুর ও রসুলপুর গ্রামের পাশের হাওরে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন- মালেক নুর (৪৫) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে ও আব্দুন নুর (৪০) কুলঞ্জ ইউনিয়নের রসুল পুর গ্রামের বাসিন্দা।

 

কুলঞ্জ চেয়ারম্যান একরার হোসেন ও ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু পৃথক বজ্রপাতে মৃতের তথ্যটি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তানের জনক মালেক নুর হাওরে পাকা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজের পর হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে মালেক নুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক মালেক নুরকে মৃত ঘোষণা করেন।

 

একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

 

(সুরমামেইল/ডিএস)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com