বাড়তি ভাড়া নিয়ে বিতর্ক, যাত্রীদের পিটুনিতে চালক-হেলপারের মৃত্যু

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪

বাড়তি ভাড়া নিয়ে বিতর্ক, যাত্রীদের পিটুনিতে চালক-হেলপারের মৃত্যু

সুরমামেইল ডেস্ক :
সাভারের আশুলিয়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে যাত্রীদের পিটুনিতে ইতিহাস পরিবহনের বাসচালক ও হেলপার নিহত হয়েছেন।

 

সোমবার (০৮ এপ্রিল) রাতে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এর আগে দুপুরে আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও ময়মনসিংহ ফুলপুর এলাকার বাসিন্দা সুপারভাইজার হৃদয় (৩০)।

 

পুলিশ জানায়, অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসের চালক সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় যাত্রীরা। এক পর্যায়ে যাত্রীরা বাবু ও রানাকে মারধর করেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

 

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com