মেহনতি মানুষের জন্য

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

মেহনতি মানুষের জন্য

সুনির্মল সেন :
মেহনতি মানুষের রক্ত চোষা প্রতারক জোকেরা শোন
ঘন্টার হিসাব মিলাও মানবতার মূল্য বুঝোনা কেনো ?
বাকপটু পন্ডিত তুমি পতিত মানুষের শীর্ন ঘাড়ে চেপে চলো
হতভাগাদের চোখের জলে ভিজে তোমাদের উদ্ধত কার্পেটের ধুলো।

নগরের ঘর-বাড়ি আবাসগুলো শ্রমিকের ঘাম ও রক্তে গড়া
সকাল থেকে রাত্রি অবধি চালাও তাদের উপর একটানা কর্মের ঘোড়া,
মমতাহীন কসাইরা নারী-মাংস লুটে নাও লোভের টোপ গিলিয়ে।

পায়না এতটুকু শান্তি বস্তির ঝুপড়ি তলে মেহনতি মানুষ
দলিত-মথিত হয় পথে-ঘাটে তাদের আশার শতেক রঙ্গিন ফানুস
কথিত-দরদ উপছে পড়ে তোমাদের প্রতারণার দুর্বোধ্য কবিতায়
কেলেংকারীর এ ঘৃণ্য ইতিহাস লিখা রবে যুগের অক্ষয় পাতায়।

লেখক: কবি ও সাংবাদিক


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com