শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

সুপ্রিম কোর্টের নতুন তিন বিচারপতির শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত


সুরমামেইল ডেস্ক :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন তিন বিচারপতিকে শপথ পাঠ করান।

 

প্রথমে শপথ নেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ। পরে যথাক্রমে বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথবাক্য পাঠ করেন।

 

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। পরে প্রধান বিচারপতির সঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

 

হাইকোর্টে দায়িত্ব পালন করে আসা এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। এই তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা হলো আটজন।

 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাড়া বাকি চারজন হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com