সুনামগঞ্জে পুলিশের লাঠির আঘাতে আসামির মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

সুনামগঞ্জে পুলিশের লাঠির আঘাতে আসামির মৃত্যুর অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের লাঠির আঘাত ও কিল-ঘুষিতে রমিজ মিয়া (৬০) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত রমিজ মিয়া উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের মৃত হারাবুল্লার ছেলে।

 

তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জিয়া উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন নিহত রমিজ মিয়ার স্ত্রী ও তার পরিবারের লোকজন।

 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরুঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের স্ত্রী জোসনা বেগমসহ স্বজনরা জানায়, ঘটনার সময় রমিজ মিয়া বাড়ির সামনে রাস্তার পাশে দোকানে ছিল। এমন সময় মোটরসাইকেলে করে দুজন লোক দোকানের সামনে আসে। সেখান থেকে এএসআই জিয়া উদ্দিন ও তার সঙ্গীয় পুলিশ রমিজকে গ্রেপ্তার করে। এ সময় রমিজ মিয়া পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত ও কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় পুলিশের মারধর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ ফেলে ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ বিষয়ে তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন বলেন, তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে ঘটনাস্থল থেকে রমিজ মিয়া পালিয়ে যায়। তাকে না পেয়ে থানায় চলে আসি।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, রমিজ মিয়া নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com