সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৫
সুরমা মেইলঃ মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে অং সান সুচির দলের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের জনগণ একটি প্রকৃত পরিবর্তনের সপক্ষে তাদের বলিষ্ঠ রায় ঘোষণা করেছে, যে পরিবর্তনের জন্য তারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল। শেখ হাসিনা আরও বলেন, নির্বাচনে জনগণের রায় একটি সত্যিকার গণতন্ত্রে প্রত্যাবর্তনের পথে যাত্রা বলে মনে হচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে অংশীদার হতে ইচ্ছুক বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। নির্বাচনের পূর্ণ ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুলভাবে বিজয়ী হবে।
এরই মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে, এমন আসনের বেশীরভাগই পেয়েছে বিরোধী এই দলটি। দলের পক্ষে বলা হয়েছে, তাদের বড় জয় হবে বলে তারা আশাবাদী। সংসদে একটি কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে এনএলডিকে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে, কারণ পার্লামেন্টের পঁচিশ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র জস আর্নেস্ট বলেছেন, একটি সত্যিকার গণতন্ত্র পেতে মিয়ানমারকে আরও অনেক কাজ করতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি