অগোচরেই বিয়ে করলেন রুবেল!

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

অগোচরেই বিয়ে করলেন রুবেল!

images

স্পোর্টস ডেস্ক : বোলিং কারিশমার জন্য যেমন তিনি আলোচিত তেমনি হ্যাপি কান্ডে তিনি সমালোচিত। চিত্র নায়িকার হ্যাপির মামলায় জেলে পর্যন্ত যেতে হয়েছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে। এবার সেই রুবেল নিজের বিয়ের কাজটা সেরে ফেলেছেন অগোচরেই।

ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে থাকা রুবেল ছুটি নিয়ে বাড়িতে গিয়ে পারিরবারিক আয়োজনে বিয়ে করেছেন এমনটাই জানিয়েছে একটি গণমাধ্যম। সম্ভবত হ্যাপি’র যন্ত্রণা থেকে বাঁচতে গণমাধ্যম ও তেমন কাউকে জানাননি তিনি।

বছর খানিক আগেও চিত্র নায়িকা নাজনিন আক্তার হ্যাপিকে জড়িয়ে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু সে বিষয় মিটমাত হয়ে যায় তবে ইনজুরির কারণে অনেকটা পর্দার আড়ালেই চলে যান।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের চলতি আসরেও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। তবে লিগম চলেকালেই হঠাৎ করে বাড়িতে চলে যান রুবেল। সেখানেই সবার অগোচরে বিয়ে করেন। পাত্রী নিজ জেলা মুন্সিগঞ্জের।

বিয়ের কথা স্বীকার করলেও কনের নামধাম কিছু জানাতে চাননি। তার স্ত্রী ঢাকায় নাকি বাগেরহাটে অবস্থান করছেন, সেটাও বলতে চাননি। বিয়ের ব্যাপারেও সরাসরি কিছু জানাতে অস্বীকার করেন।

একটি জাতীয় দৈনিকে বলেন, থাক না ভাই। বিয়ে নিয়ে পরেও কোনো একদিন খুলে বলা যাবে। আপাতত কথাবার্তা আমার বোলিং নিয়েই হোক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com