সিলেট ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৫
সুরমা মেইলঃ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টিকিটিং ব্যবস্থা চালু হবে বলে জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
তিনি বলেন, গত ঈদ-উল ফিতরের সব সিদ্ধান্ত এবারও বহাল থাকবে। স্থানীয়ভাবে সভা করে আপনারা (কর্তৃপক্ষ) কিছু সিদ্ধান্ত নিয়ে নেবেন।
কোথাও রাজনৈতিক প্রভাবে চাঁদাবাজি করতে চাইলেও করতে দেওয়া যাবে না। এগুলো বন্ধ করতে হবে। সিরিয়ালের নামেও চাঁদাবাজি করলে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেবো।
মন্ত্রী বলেন, বাল্কহেড ও কার্গো ঈদের আগে চার ও ঈদের পরের চারদিনসহ মোট নয়দিন বন্ধ থাকবে। যেখানে স্রোত কম, ড্রেজার করবো। নৌকা দিয়ে লঞ্চে ওঠা যাবে না। টয়লেটের ব্যবস্থা নিতে হবে।
গুরুর ট্রলার পাটুরিয়ায় না ভিড়িয়ে আরিচায় ভেড়াতেও বলেন মন্ত্রী। সব ঘাটে রেকারের ব্যবস্থা না করতে পারলেও কিছু রেকার সওজ’র কাছে থেকে নিয়ে দেবো বলেও জানান তিনি।
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা (কোরবানির ঈদ) উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চে চলাচলকারী যাত্রীদের টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ’র মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘নৌ-পথে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণ বিষয়ে কর্মপন্থা গ্রহণের মতবিনিময় সভা’য় তারা এ সিদ্ধান্ত নেয়।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি