সিলেট ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া বারবার আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার কথা বলে আসছেন। সমঝোতার পড়েই নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের জামানত থাকবে না। সেই জন্যই তারা একদলীয় শাসন চাপিয়ে, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজীজুল্লাহর আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বড় কোনো মিলাদ, প্রতিবাদ সমাবেশ, জনসভা করার জন্য জায়গা পাওয়া যায় না। দেশকে সরকার সেই পর্যায়ে নিয়ে গেছে। কথা বলতে গেলেই মামলা, জেল, জুলুম। পুরো বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে।
আমরা বারবার বলছি কিন্তু তাদের (সরকার) কানে যায় না বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলা কত দ্রুত শেষ করা যায় সেই চেষ্টা চলছে। আমাদের বসে থাকলে চলবে না। সংগঠনিক শক্তি, মনে শক্তি বৃদ্ধি করতে হবে। যাতে খালেদা জিয়া রাজনীতি করতে পারে।
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। যাতে দেশের মানুষ দম ফেলে বাঁচতে পারে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি