অধ্যক্ষকের আশ্বাস, হলে ফিরলো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৬

অধ্যক্ষকের আশ্বাস, হলে ফিরলো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

Manual1 Ad Code

Osmany
সুরমা মেইল নিউজ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের ‘হামলা’র প্রতিবাদে ও তাদের গ্রেফতারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। এরপর মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। অধ্যক্ষ মোর্শেদ প্রশাসনের সাথে কথা বলে দায়ীদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে তারা ক্যাম্পাসে অবস্থান করে কলেজের মূল গেইটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ওই ঘটনায় গতকাল সোমবারও কলেজ ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল থেকে আজ মঙ্গলবার ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় ফ্লেক্সিলোড দেয়াকে কেন্দ্র করে ওসমানী হাসপাতালের শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code