সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৫
সুরমা মেইলঃ ‘বিগ বস’-এর নবম কিস্তি চলছে এখন। ৪২ নম্বর দিনটা নতুন আমোদের জন্ম দিয়েছে ‘হাউজে’। যেখানে সালমান হম্বিতম্বি করে সবাইকে চমকে দিয়ে কূল পান না, সেখানে সালমানকেই চমকে দিয়েছেন এক বিশেষ অতিথি। সেই অতিথি হচ্ছেন দীপিকা পাড়ুকোন। অনস্ক্রিনে সালমানকে একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন এই বলিউড অভিনেত্রী! এনডিটিভির খবরে জানা গেল, দীপিকার প্রস্তাবে একেবারেই ‘বোল্ড’ হয়ে গেছেন সালমান।
‘তামাশা’র প্রচারণায় দীপিকা এখন বড্ড বেশি ব্যস্ত। কখন কোথায় যাচ্ছেন আর কী করছেন, তার হদিসই থাকছে না! ‘বিগ বস’-এ গিয়েছিলেন সেই প্রচারণার কাজেই। সেখানে সবাইকে অবাক করে দিয়ে সালমানকে হঠাৎ বিয়ের প্রস্তাব দিয়ে বসেন দীপিকা।
৪৯ পেরিয়ে কিছুদিন বাদেই ৫০ এ পা দিতে যাওয়া সালমান এখনো বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। সেই সালমানকে টেলিভিশন পর্দায় সবার সামনে নাটকীয় প্রস্তাব দিয়েছেন দীপিকা। হাঁটু গেড়ে নাটকীয় ভঙ্গিতে তিনি সালমানকে বলেন, ‘সালমান, উইল ইউ ম্যারি মি’?
এই প্রস্তাবে চমকে গেলেও সালমান পাল্টা জবাবে নিজেকে সামলাতে সময় নেননি এতটুকু। তিনি হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলেন, ‘যাও তুমিই জিতেছ, আমি আউট’! বিষয়টি মজাদার ছিল সব মিলিয়ে, হাসিঠাট্টাও জমেছে বেশ।
‘বিগ বস’ একটি জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো, যাতে সালমান খান বহুদিন ধরেই সঞ্চালকের ভূমিকায় রয়েছেন।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর অভিনীত ছবি ‘তামাশা’ মুক্তি পাবে আসছে শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি