সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪
সিলেট :
অনিয়মতান্ত্রিক কমিটি বাতিলের দাবিতে সিলেট সদর উপজেলার এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়াল একাডেমির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। সদ্য ঘোষিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন তারা।
সোমবার বিকেলে সিলেট সদর উপজেলার মহালদিক গ্রামে ‘অবৈধ কমিটি’ বাতিলের দাবিতে মানববন্ধন করেন আব্দুছ ছামাদ মেমোরিয়াল একাডেমির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অবিভাবকরা। বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা ‘শিক্ষা নিয়ে দুর্নীতি, মানিনা, মানবনা, তফসিলবিহীন নির্বাচন মানি না মানব না’ শ্লোগানে মুখরিত করে তুলেন।
এ সময় বক্তারা বলেন, ভোটার তালিকা প্রণয়ন না করে নির্বাচনের তফসিল ঘোষণা ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেন, যা অনিয়মতান্ত্রিক। বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত ম্যানেজিং কমিটি বাতিল করে নির্বাচন দিতে হবে। আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে দিবো না। এ সময় কমিটি বাতিল না করা হলে ধারাবাহিক কর্মসূচী পালন করার ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অলিউর রহমান, আজির উদ্দিন, ইরন শাহ্, আল-আমিন, জিল্লুর রহমান, ইমাম উদ্দিন মো. হাবিবুর রহমান, মো. আলি মিয়া, শাহনুর মিয়া, ইরন শাহ, আজির উদ্দিন, নিয়ামত হোসেন, আল-আমিন আহমদ, রশিদ আহমদ, এমদাদুর রহমান, রশিদ আহমদ প্রমূখ।
এদিকে হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী ফরিদ উদ্দিন করে জানান, অনেক আশা নিয়ে আমি স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম, যাতে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায়। কিন্তু কিছু অযোগ্য মানুষ প্রতিষ্ঠানটিকে বগলদাবা করতে পকেট কমিটি গঠন করেছে। যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি
Design and developed by ওয়েব হোম বিডি