অনুশীলনে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬

অনুশীলনে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল

Mushfiq

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এশিয়া এবং বিশ্বকাপের আগে দেশসেরা এ ব্যাটসম্যানের ইনজুরিতে অনেকেই আঁতকে উঠেছিলেন। কিন্তু সব শঙ্কা কাটিয়ে আবারো অনুশীলনে নেমেছেন এ তারকা।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরদিন ১৮ জানুয়ারি স্ক্যান করাতে ঢাকা ফিরেছিলেন মুশফিক। তবে রিপোর্টে কোন খারাপ কিছু না পাওয়ায় আবার দলের সঙ্গে যোগ দেন তিনি।

রোববার সকালেই ঢাকা থেকে খুলনা পৌঁছান মুশফিক। যদিও এখনও শতভাগ ফিট নন তিনি। তারপরও অনুশীলনে যোগ দেন মুশফিক। তিনি মূলত এদিন ফিটনেস ট্রেনিং করেন। দলের ফিজিও আশা করছেন এশিয়া কাপ টি-টোয়েন্টির আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন মুশফিক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com