সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের দৌড়ে আরো অনেকখানি এগিয়ে গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। সুপার টুইসডের নির্বাচনের পর দেশের প্রধান দুই রাজনৈতিক দল ডিমোক্রেট ও রিপাবলিকান থেকে নিজেদের মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন ওই দুই নেতা।
মঙ্গলবারের প্রাইমারিতে ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন আরো চারটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। তিনি বিজয়ী হয়েছেন ফ্লোরিডা, ওহাইও, ইলিনয় ও নর্থ ক্যারলিনায়। তবে মিসৌরিতে নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন হিলারি। এই রাজ্যে স্যান্ডার্স পেয়েছেন ৫০ দশমিক ৮ ভাগ ভোট। হিলারি পেয়েছেন ৪৮ ভাগ ভোট।
অন্যদিকে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন ফ্লোরিডা, ইলিনয় ও নর্থ ক্যারলিনায়। তবে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহাইও-তে তিনি পরাজিত হয়েছেন। এখানে জয় পেয়েছেন ওহাইও গভর্নর জন কেইসিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে কেইসিকের এটি প্রথম বিজয়।
এদিকে ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্পের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিও। ফ্লোরিডার সিনেটর রুবিও প্রচারণা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার সময় বলেছেন,‘যুক্তরাষ্ট্র এখন ‘রাজনৈতিক ঝড়ে ‘ আক্রান্ত এবং ভোটাররা ক্ষুব্ধ ও হতাশ।
রুবিও সরে যাওয়ায় এখন টেক্সাস সিনেটর টেড ক্রুজের সঙ্গেই ট্রাম্পের শক্ত প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এ কথার সত্যতা স্বীকার করে ক্রুজ বলেছেন, তিনিই হচ্ছেন রিপাবলিকান দলের একমাত্র প্রতিদ্বন্দ্বী যিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে পারেন। এ সম্পর্কে টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন, ‘রিপাবলিকান দলের আর কোনো প্রতিদ্বন্দ্বীর পক্ষে ট্রাম্পকে একাধিকবার হারানোর ক্ষমতা নেই। আলাস্কা থেকে মেইন পর্যন্ত গোটা দেশে কেবল আমিই তাকে হারাতে পারি। একবার বা দুবার নয়, আমি তাকে নয়বার পরাজিত করেছি।’
Design and developed by ওয়েব হোম বিডি