সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬
বিনোদন ডেস্ক : শুটিং সেটের সামনে বিশেষ দিবসের নাটক ছাড়া এখন আর খুব একটা দেখা যায় না মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। তাই দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর ভক্তদের তাকে পর্দায় দেখতে অপেক্ষা করতে হয় কোনো বিশেষ দিবস অবধি। কারণ ধারাবাহিক নাটকে তার অনুপস্থিতির সময়টা অনেকদিনের। তবে দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে ফিরলেন মৌ। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষের পরিচয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রূপকথার মা’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গে মৌ বলেন, ‘একক নাটকের ভিড়ে ধারাবাহিক নাটকে সময় দেওয়া হয় না। তবে এই নাটকটি আমার পছন্দের উপন্যাস থেকে করা বলেই সময়টা বের করে কাজ করছি। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
Design and developed by ওয়েব হোম বিডি