অনেক দিন পর ‘শেষের পরিচয়’ মৌয়ের

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

অনেক দিন পর ‘শেষের পরিচয়’ মৌয়ের

mousm

বিনোদন ডেস্ক : শুটিং সেটের সামনে বিশেষ দিবসের নাটক ছাড়া এখন আর খুব একটা দেখা যায় না মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। তাই দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর ভক্তদের তাকে পর্দায় দেখতে অপেক্ষা করতে হয় কোনো বিশেষ দিবস অবধি। কারণ ধারাবাহিক নাটকে তার অনুপস্থিতির সময়টা অনেকদিনের। তবে দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে ফিরলেন মৌ। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষের পরিচয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রূপকথার মা’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে মৌ বলেন, ‘একক নাটকের ভিড়ে ধারাবাহিক নাটকে সময় দেওয়া হয় না। তবে এই নাটকটি আমার পছন্দের উপন্যাস থেকে করা বলেই সময়টা বের করে কাজ করছি। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com