সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
সিলেট :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব।
শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানান ক্লাব’র সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ এবং সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ কামরুল হাসান।
এতে বলা হয়, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সব শহীদ এবং বীর ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
তারা মনে করেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ক্ষয়িষ্ণু অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও সব স্তরে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপন করেন।
এছাড়া সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়, দলটির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি