অন্ধকারে ঢিল ছুড়লে সংঘটিত জঙ্গিবাদ বন্ধ হবে না

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

অন্ধকারে ঢিল ছুড়লে সংঘটিত জঙ্গিবাদ বন্ধ হবে না

Manual2 Ad Code
file (5)সুরমা মেইল নিউজ : এনডিএফ’র চেয়ারম্যান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলু বলেছেন, নির্বিচারে ধরপাকড় করলে বা অন্ধকারে ঢিল ছুড়লে সংঘটিত সন্ত্রাস ও গুপ্তহত্যা বন্ধ হবে না। তজ্জন্যে দরকার নিরপেক্ষ তদন্ত ও গোয়েন্দা তৎপরতা। এই নিরপেক্ষ তদন্ত ও গোয়েন্দা তৎপরতায় সাফল্য আসবে তখনই, যখন ব্যক্তিগুলো হবে সৎ ও ধর্মভীরু।
শনিবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সম্মুখে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত ‘গুপ্তহত্যা-সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
নিলু বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কথিত গ্রেফতার বাণিজ্য অবশ্যই বন্ধ করতে হবে। মোদ্দাকথা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে অটুট রাখতে হলে সবাইকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশটাকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলা যাবে না।
তিনি আরো বলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের হীন স্বার্থান্বেষী সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তের ন্যায় দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে ফেলে নতুন কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এদেশের ইজারাদারী দেয়া যাবে না।
গত ক’দিনে দেশব্যাপী পরিচালিত গুপ্তহত্যা-সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে জনমত তৈরির কর্মসূচী হাতে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান শেখ শওকত হোসেন নিলু।
এনডিএফ’র স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ও তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, এনডিএফ’র মহাসচিব ও এনডিপি’র চেয়ারম্যান জননেতা আলমগীর মজুমদার, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ রশীদ প্রধান, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাগদলের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহীদুজ্জামান, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল’র মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মন্ডল, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মোঃ মহিউদ্দিন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মকবুল হোসেন সরকার, ন্যাপ-ভাসানীর ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকার, মাহমুদুল হক আক্কাস, ন্যাশনাল কংগ্রেসের ভারপ্রাপ্ত মহাসচিব ডাঃ খালেদা বিলকিসসহ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code