সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ দমন এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সিলেটের কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারে সোমবার (০২ ডিসেম্বর) বিকেল ৪টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের থানার বিট পুলিশিং অফিসার এস.আই শামসুল আরেফিন জিহাদ ভুইয়ার পরিচালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।
বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) আবু সায়েম, সেকেন্ড অফিসার এস.আই দেবাশীষ শর্মা, এস.আই মোরশেদ আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ইউপি জামায়াতের সভাপতি মাও. আবুল খায়ের, ইউপি সদস্য জামিল আহমদ, সিরাজুল ইসলাম।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে বিট পুলিশিং সভায় সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আইন-শৃঙ্খলার উন্নয়ন, সব-ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, মাদক ও জোয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্সে থানা পুলিশকে সব-ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান থানার ওসি আব্দুল আউয়াল।
এছাড়াও সভায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা সহ মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারিবারিক অনুশাসন, মূল্যবোধের উপর গুরুত্ব দেয়া সহ সন্তানদের প্রতি পিতা-মাতার খেয়াল রাখার আহ্বান জানানো হয়। সেই সাথে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সহ সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ দমনে এগিয়ে আসতে হবে।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি