অপুর প্রেমে সাবেক অভিনেতা এটিএম

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬

অপুর প্রেমে সাবেক অভিনেতা এটিএম

Binodon

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : এটাই হতে যাচ্ছে ঢাকাই ছবিতে। হালের শীর্ষ নায়িকা অপু বিশ্বাসের নায়ক হিসেবে পর্দায় আসতে চলেছেন প্রবীন অভিনেতা এটিএম শামসুজ্জামান। অপুর প্রেমে পাগল হয়ে নানা মজার কান্ড করে বেড়াবেন তিনি। আবদুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিতেই এমন চরিত্রেই হাজির হবেন অপু-এটিএম। তবে অপুর মূল নায়ক থাকছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। পরিচালক জানান, ছবির গল্পে দেখা যাবে এ টি এম শামসুজ্জামান অপুকে খুব ভালোবাসেন। তাকে নিয়ে দিনে-রাতে রোমান্টিক স্বপ্ন দেখেন। কল্পনায় অপুকে নিয়ে ভালোবাসার গানে মেতে ওঠেন। সবমিলিয়ে মজার একটি বিষয়। দর্শকরা এই অসম প্রেমিক জুটির পর্দার কর্মকান্ড বেশ উপভোগ করবে বলেই আশা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com