অপেক্ষা করে দেখুন নতুন বছরে কী হয় কঙ্গনা-সোনাক্ষীর

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

অপেক্ষা করে দেখুন নতুন বছরে কী হয় কঙ্গনা-সোনাক্ষীর

বিনোদন ডেস্ক :: বিতর্ক এড়িয়ে বলা যায়, যতক্ষণ তা ঘটনায় পরিণত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত রটনা বলে এগোনোই ভাল! আসলে সেলেব্রিটিদের নিয়ে সব সময়েই কিছু না কিছু গুজব রটেই থাকে। বিশেষ করে তাদের বিয়ে নিয়ে।

যেমন, সম্প্রতি খবর এসেছিল ২০১৭’র পয়লা জানুয়ারিতেই বাগদান পর্বটি সেরে ফেলেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু বিরাট সেই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে কঙ্গনা রানাউত এবং সোনাক্ষী সিনহার বিয়ের খবরটাকে কী বলা যায়?

বলিউডের হাওয়ায় ভাসছে খবর- নতুন বছরের ফেব্রুয়ারিতেই বয়ফ্রেন্ড বান্টি সচদেবের সঙ্গে বাগদান সারছেন সোনাক্ষী সিনহা। এই নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করা হলে তিনি শুধু হেসেছেন! আর জবাব দিয়েছেন- “একটু অপেক্ষা করে দেখুনই না কী হয়!” ফলে, নায়িকা যে এবার ঘর-সংসারে মন দিতে চলেছেন, ব্যাপারটা একেবারে মিথ্যা না-ও হতে পারে!

তবে সোনাক্ষী সিনহার মতো রাখঢাকের ধারকাছ দিয়েও যাচ্ছেন না কঙ্গনা রানাউত। জীবনকে খোলা খাতা তিনি করে ফেলেছেন অনেক দিনই। সেই খাতারই একটি পাতা এবার উল্টোতে চলেছেন নায়িকা। যখন তাঁর কাছে নতুন বছরের পরিকল্পনা জানতে চাওয়া হয়, তখন একগাল হেসে জানিয়েছেন তিনি- “২০১৭-য় আমি বিয়ে করছি!” তবে কাকে- সে নিয়ে কিছুই বলেননি তিনি! স্রেফ জিইয়ে রেখে দিয়েছেন রহস্য!

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com