অবশেষে উদ্ধার হয় অপহৃত নববধূ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫

অবশেষে উদ্ধার হয় অপহৃত নববধূ
nobobodhu
সুরমা মেইলঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফিল্মি কায়েদায় অপহৃত নববধূ সুবর্ণা আক্তারকে অবশেষে উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল রবিবার গভীর রাতে র‌্যাব-১১ এর একটি দল নববধূকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের মূল হোতা তোফাজ্জলসহ তিনজনকে আটক করেছে বলেও জানায় র‌্যাব।

গত ৯ অক্টোবর আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও চৌধুরী বাড়ির আব্দুল লতিফের মেয়ে সুবর্ণা আক্তারের (১৮) সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকেরে ছেলে নাদিমের (২৫) বিয়ে হয়। ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে প্রাইভেটকার যোগে বর পক্ষ কনেকে নিয়ে রূপগঞ্জ নিজের বাড়িতে যাচ্ছিল। পথে উপজেলার রসুলপুর নামক স্থানে গেলে দুইটি সিএনজি অটোরিকশা বরের গাড়িটির সামনের দিক থেকে গতিরোধ করে। তারা বুঝে ওঠার আগেই ১৫/১৬ জন সন্ত্রাসী পিস্তল, চাপাতি, ছোরা নিয়ে বর নাদিমসহ তার সহযাত্রীদের পিটিয়ে নববধূ সুবর্ণাকে জোর করে সিএনজিতে তুলে মাধবদীর দিকে চলে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বর নাদিমসহ ১০ জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com