সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
চলতি বিপিএল হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের তিক্ত স্বাদ পায় শাকিব খানের দল। সিলেট পর্বে খেলতে নেমেও ভাগ্য বদল হলো না তাদের। সিলেট পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে হেরে টানা ছয় ম্যাচে হারলো ঢাকা। অন্যদিকে ঢাকাকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিলো সিলেট।
ব্যাট হাতে ব্যর্থতার দরুন আগের ম্যাচে বাদ পড়েছিলেন লিটন দাস। শুক্রবার ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরেই তিনি ঝড় তুলেছেন। আগে ব্যাট করতে নেমে তার দলও পায় ১৯৩ রানের বড় পুঁজি। লক্ষ্য তাড়ায় ঘরের মাঠে জাকির হাসানের ২৫ বলে হাফ সেঞ্চুরি এবং রনি তালুকদার, জাকের আলী অনিক এবং আরিফুল হকের ফিনিশিংয়েঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে জয়ের খাতা খুলল সিলেট স্ট্রাইকার্স। চতুর্থ ম্যাচে আসরে এটি তাদের প্রথম জয়। অপরদিকে ঢাকা এ নিয়ে ছয়টি ম্যাচ হারল।
সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রাকিম কর্নওয়াল ও জর্জ মুন্সি। তবে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান রাকিম কর্নওয়াল। তার বিদায়ে শূন্য রানেই ওপেনিং জুটি ভাঙে সিলেটের।
রাকিম কর্নওয়ালের পর দ্রুত সাজঘরে ফিরে যান জর্জ মুন্সিও। ৮ বলে ১১ রান করে আবু জায়েদ রাহীর বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে সিলেট।
১৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান ও অ্যারন জোন্স। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান ফরমাউল্লাহ সাফি। ফরমাউল্লাহ সাফির বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান অ্যারন জোন্স। আউট হওয়ার আগে করেন ৮ বলে ১৪ রান। তার বিদায়ে ভাঙে ২৩ রানের জুটি।
অ্যারন জোন্স ফিরে গেলে নাহিদুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যাওযার চেষ্টা করেন জাকির হাসান। তবে দলীয় ৮৮ রানে নাহিদুল ইসলাম ফিরে গেলে ৪৬ রানে ভেঙে যায় এই জুটি।
নাহিদুল ইসলামের বিদায়ের পর ক্রিজে আসেন রনি তালুকদার। এক প্রান্ত আগলে রেখে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন জাকির হাসান। বিপিএলের সব আসর মিলিয়ে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।
জমে উঠা ম্যাচে পরের দিকে দারুণ ব্যাটিং করেন রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪)। ১৬০ রানে ৭ উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে খেলে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আরিফুল হক। ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফরমানউল্লাহ আর শুভাম রানজানে। মোস্তাফিজুর রহমান ১ উইকেট পেলেও ৩১ রান খরচ করেন।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি