অবশেষে দেখা হলো মা-ছেলের

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

অবশেষে দেখা হলো মা-ছেলের

সুরমামেইল ডেস্ক :
দীর্ঘ সাত বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হয়েছে।

 

দীর্ঘ সাত বছর লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি মা খালেদা জিয়ার। আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগও পাননি সাবেক এ প্রধানমন্ত্রী। ফলে এই দীর্ঘ সময়ে দেশের বাইরে কোথাও তার যাওয়া হয়নি।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫৮ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

 

বিমানবন্দরের টার্মিনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান।

 

পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর।

 

এদিকে বিএনপি লন্ডন শাখা থেকে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশী নেতাকর্মীদের সমবেত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। মাঝপথে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতি নেয় এই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’।

 

খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠান কাতারের আমির। জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সে।

 

দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে।

 

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন তিনি।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com