সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
সিলেট :
বিএনপির ডাকা দুই দিনের হরতালের সমর্থনে সিলেট মহানগরীতে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ মিছিলে নেতৃত্ব দেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এসময় তার সাথে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাককেও দেখা যায়।
এর আগে গত ২৮ অক্টোবর থেকে সিলেটের রাজপথে দলীয় কোনো কর্মসূচীতে আরিফুল হককে দেখা যায় নি। এনিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণের মাঝেও নানা সমালোচনা চলছিলো।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে ২৯ অক্টোবর থেকে টানা কর্মসূচী পালন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। এরই মধ্যে গত ১৫ নভেম্বর নির্বাচনী তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এ তফশিল প্রত্যাখ্যান করে রবি ও সোমবার দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয় বিএনপি।
(সুরমামেইল/ইএমএন)
Design and developed by ওয়েব হোম বিডি