অবষেশে শিক্ষক পরিমলের ধর্ষণ মামলার রায় ২৫ নভেম্বর

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৫

অবষেশে শিক্ষক পরিমলের ধর্ষণ মামলার রায় ২৫ নভেম্বর
porimol
সুরমা মেইলঃ শিক্ষক পরিমল জয়ধরের ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলায় রায় ২৫ নভেম্বর ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক সালেহ উদ্দিন আহমেদ রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন।

এর আগে মামলাটিতে রাষ্ট্রপক্ষ একদিন এবং আসামিপক্ষ দুই দিন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষে ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফোরকান মিয়া এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মাহফুজ মিয়া যুক্তি উপস্থাপন করেন।

মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন শিক্ষক পরিমল জয়ধর। ওই সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুন ফের ধর্ষণ করেন।

২০১১ সালের ৬ জুলাই পরিমল জয়ধর গ্রেপ্তার হন। ২০১১ সালের ১৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। ২০১২ সালেল ৭ মার্চ মামলাটিতে আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিমল জয়ধর কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com