অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রবার্ত লেওয়ানদোস্কি

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রবার্ত লেওয়ানদোস্কি

93913_Robert-Lewandowski

সুরমা মেইলঃ জার্মানি বুন্দেসলীগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রবার্ত লেওয়ানদোস্কি। মাত্র ৯ মিনিটে ৫ গোল করে ইউরোপের ক্লাব ইতিহাসে রেকর্ড গড়লেন তিনি।
গতকাল উল্ফসবুর্গের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। থিয়াগো আলকানতারার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানদোস্কি। আর মাঠে নেমেই প্রতিপক্ষের রক্ষণ ল-ভ- করে দেন। ৫১ থেকে ৬০- এই ৯ মিনিটের মধ্যে তিনি একে একে পাঁচটি গোল করেন। প্রথম ৪ মিনিটের মধ্যে বুন্দেসলীগার দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। পরে দ্রুতত, ৪ ও দ্রুততম ৫ গোলের রেকর্ড নিজের করে নেন এ স্ট্রাইকার। এটা শুধু বুন্দেসলীগা নয়, ইউরোপের যে কোনো ক্লাবের পক্ষে একজন খেলোয়াড়ের দ্রুততম পাঁচ গোল করার ঘটনা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বুন্দেসলীগায় তিনিই প্রথম তিন গোলের বেশি করলেন। একটুর জন্য আরেকটি রেকর্ড নিজের করে নিতে পারেন নি। জার্মানির বুন্দেসলীগায় এক ম্যাচে সর্বাধিক ৬ গোলের রেকর্ড আছে দিতার মুলারের ১৯৭৭ সালে। ওই ম্যাচে ওয়ের্দার ব্রেমেনকে ৭-২ গোলে হারাতে কলনের হয়ে তিনি জোড়া হ্যাটট্রিক করেন। এছাড়া বায়ার্ন মিউনিখের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করলেন লেওয়ানদোস্কি। এর আগে এই কীর্তি আছে জার্ড মুলার (৩ বার) ও দিতার হোয়েনেসের। রেকর্ড গড়া এই জয়ে বুন্দেসলীগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ৬ ম্যাচের প্রতিটি জিতে তাদের পয়েন্ট ১৮। আর ৫ ম্যাচের প্রতিটি জিতে ১৫ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে বরুসিয়া ডর্টমুন্ড।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com