সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে। শনিবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের খেলায় অভদ্রতা দেখানোর অভিযোগে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে। ৪৯ রানের মাথায় আউট হওয়ার পর কোহলির প্রতিক্রিয়া ক্রিকেটের আচরণ বিধির পরিপন্থি বলে রায় দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
কোহলিও বিষয়টি মেনে নিয়েছেন বলে জানান তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি ১৫তম ওভারে কোহলিকে লেগ বিফোর আউট দেয়া হলে। প্রথমে ব্যাট দেখিয়ে অসৌজন্যতা দেখান তিনি। এরপর মাঠ ছাড়ার সময় পেছন ফিরে আম্পায়িারদের উদ্দেশে কিছু বলছিলেন তিনি যা ক্রিকেটের চেতনার পরিপন্থি।
Design and developed by ওয়েব হোম বিডি