অভশেষে বাংলাদেশে খুলে দেয়া হলো জুকারবার্গ’র ফেইসবুক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৫

অভশেষে বাংলাদেশে খুলে দেয়া হলো জুকারবার্গ’র ফেইসবুক

F1

সুরমা মেইল. প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে প্রায় একমাস বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক খুলে দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানিয়েছেন।

তবে ভাইবার ও হোয়াটস অ্যাপের মত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আরো কিছু দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান সরকারের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশনকে ফেসবুক খুলে দেবার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশে ফেসবুক খুলে দেবার দাবীতে গত বেশ কিছুদিন ধরে অনেকে নানাভাবে কথা বলছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি গত ১৮ই নভেম্বর দুটি আলাদা নির্দেশনার মাধ্যমে দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয়।

মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের আগে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাময়িক সময়ের জন্য ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৮ নভেম্বর বন্ধ করে দেয় সরকার।

ঐদিন সরকার ফেসবুক সহ জনপ্রিয় কয়েকটি মেসেজিং সাইটে প্রবেশ বন্ধ করতে ইন্টারনেট সার্ভিস দেয়ার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com