সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও পারিশ্রমিক অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন।
কিছুদিন আগে শোনা যাচ্ছিলো হলিউডের ‘ট্রিপল এক্স’ সিরিজের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে দীপিকাকে জড়িয়ে তোলা ছবি দেখা গিয়েছিল ফেসবুকে।
ডেকান ক্রনিকলকে দেয়া এক সাক্ষাতকারে দীপিকা হলিউডে অভিনয় করার গুজব নাকচ করে দিয়েছেন।
তিনি জানান, হলিউডের কোনো ছবিতে অভিনয়ের ব্যাপারে তিনি চুক্তিবদ্ধ হননি। তাছাড়া, ২০১৬ সালে মুক্তি পাবে এমন কোনো ছবির জন্যও চুক্তিবদ্ধ হননি তিনি।
কাল ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দীপিকা অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি।’ দীপিকার বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন রনবীর সিং। তাছাড়া, প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করেছেন এই ছবিতে।
Design and developed by ওয়েব হোম বিডি