অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা: আইজিপি

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা: আইজিপি

IGP
সুরমা মেইল নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সাম্প্রতিক সময়ে যেসব পুলিশ সদস্য অপরাধমূলক বিভিন্ন ঘটনায় অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

আজ শনিবার ঢাকা ক্লাবে সাবেক ডিআইজি সফিক উল্লাহর লেখা ‘এক পুলিশের ডায়েরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়েছি তাদেরকে সাময়িক বরখাস্ত করেছি। এ ছাড়া বিভাগীয় মামলা করারও প্রস্তুতি নিচ্ছি।

মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যতো ব্লগার, লেখক হত্যা হয়েছেন সব হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে। শুধু অভিজিৎ হত্যাকণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হয়নি। এটাই একমাত্র হত্যাকাণ্ড যার কোনো ক্লু আমরা এখনো খুঁজে পাইনি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় যাদের সন্দেহ করা হয়েছে তাদের নজরধারীর মধ্যে রাখা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ও নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com