সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশটিতে অভ্যুত্থান-চেষ্টাকারী সেনাসদস্যদের মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না, সে বিষয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে। স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এরদোয়ান এমন ইঙ্গিত দেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই সমাবেশে কিছু সমর্থক অভ্যুত্থান-চেষ্টাকারীদের মৃত্যুদণ্ডের দাবি তোলেন। জবাবে হাস্যোজ্জ্বল ও অনেকটা নির্ভার এরদোয়ান তাঁদের এ বিষয়ে আশ্বস্ত করেন।
এরদোয়ান বলেন, সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করেছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক আলেম ফেতুল্লাহ গুলেনের (যাকে অভ্যুত্থানের উসকানিদাতা মনে করা হয়) দিকে ইঙ্গিত করে এরদোয়ান আরো বলেন, সেনাবাহিনী আমাদের। আমি প্রধান কমান্ডার।
শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান-চেষ্টা শুরু হয়। তুরস্কে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে অভ্যুত্থান-চেষ্টার কথা প্রথম জানান দেশটির প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম। ওই সময় তিনি বলেন, শৃঙ্খলা ভেঙে কিছু লোক অবৈধ পদক্ষেপ নিয়েছে। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে, তাদের চড়া মূল্য দিতে হবে।
অভ্যুত্থান-চেষ্টাকালে ২৬৫ জন নিহত হন। অভ্যুত্থান-চেষ্টায় জড়িত সন্দেহে তিন হাজারের মতো সেনাকে আটক করা হয়।
সুত্র : এনটিভি
Design and developed by ওয়েব হোম বিডি