অর্থনীতি ধ্বংসের জন্য ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

অর্থনীতি ধ্বংসের জন্য ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি

downloadআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের অর্থনীতি ধ্বংস করার জন্য সৌদি আরব দারিদ্রপীড়িত দেশটিতে বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এরই অংশ হিসেবে সৌদি বিমান বাহিনী ইয়েমেনের কারখানা, ওয়্যারহাউজ, কৃষিক্ষেত্র এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে।

নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি ‘বোম্বিং বিজনেস” শিরোনামে একটি রিপোর্টে আজ এসব অভিযোগ করেছে। এ রিপোর্টে ১৭টি হামলার কথা উল্লেখ করে বলা হয়েছে- এসব হামলায় ১৩টি অর্থনৈতিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং মানুষ মারা গেছে ১৩০ জন। এছাড়া, আহত হয়েছে আরো ১৭১ জন।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সৌদি আরবের এসব হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। সংগঠনের সিনিয়র ইমারজেন্সি রিসার্চার প্রিয়াংকা মোতাপারথি বলছেন, ইয়েমেনের ভেঙে পড়া অর্থনীতি একেবারেই ধ্বংস করার জন্য সৌদি আরব এই হামলা চালাচ্ছে। আজকের রিপোর্টটি তিনিই তৈরি করেছেন। এ রিপোর্টে বলা হয়েছে, ধ্বংস হওয়া ১৩টি অর্থনৈতিক প্রতিষ্ঠানে অন্তত ২,৫০০ মানুষের কর্মসংস্থান ছিল কিন্তু সেগুলো এখন বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com