সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫
সুরমা মেইল, ডেস্ক : খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তথ্য প্রযুত্তির বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ৭০শতাংশ তরুণ নতুন আইডিয়া নিয়ে আসে। দেশের পলিসি তৈরিতে তাদের অংশগ্রহন দরকার।
প্রতিমন্ত্রী বলেন, স্যোশাল মিডিয়া যুক্তি তর্কের একটি মাধ্যম। এর মাধ্যমে তরুণদের আরো যৌক্তিক ও সচেতন করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, বিতর্কের সব বিষয় হবে প্রযুক্তিনির্ভর। তরুণ বিতার্কিকদের বিতর্কের আইডিয়াগুলো গবেষণা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
বিফ্রিংয়ে তিনি জানান, দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক প্রতিযোগিতা হবে। এতে অংশ নেবে ১৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪’শতাধিক বিতার্কিক।
দুই মাসব্যাপী চলবে এই প্রতিযোগিতা। পুরো প্রতযোগিতায় দেশের ৫ হাজার তরুণ সম্পৃক্ত হবে।
তথ্য যুক্তি প্রযুক্তি স্লোগানে এ বিতর্ক আয়োজক প্রতিযোগিতার বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাসটুকেরিয়ারটোয়েন্টিফোরডটকম।
সহযোগিতায় রয়েছে একাত্তর টিভি, এনজিও অক্সফামসহ ৮টি প্রতিষ্ঠান।
বিতর্কে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন দল পবে ৩টি ম্যাকবুক।
প্রত্যেক বিতার্কিক একটি পেনড্রাইব ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্ত্র উপহার হিসেবে পাবেন।
রানার্সআপ দল পাবে ৩টি আইফোন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি।
এতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার।
বিতর্কের রূপরেখা তুলে ধরেন ক্যাম্পাস টু কেরিয়ার-এর নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা।
Design and developed by ওয়েব হোম বিডি