অসজ্ঞায়িত দাম্পত্য

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

অসজ্ঞায়িত দাম্পত্য

অসজ্ঞায়িত দাম্পত্য…..
…… আহসান আহসানুল হাবিব

এই শহরের রাস্তা দিয়ে হেটে গেলে
খুব অবাক হই আজকাল।
ঘন ঘন দেখা যায় –
কিছু চঞ্চল কিশোরীর হিমায়ত চোখ,
যাদের হাত-কড়ায় পরিয়ে দেয়া শাঁখা
অবাধ্য ফিতের ঝুটিতে সেটে দেওয়া সিঁদুর।
সমকালীন যুগে চিহ্ন প্রথার আড়ালে কবুল চার্চে সমাজে এধারা প্রবাহমান

আমি ধর্ম ও দাম্পত্য বিরোধী নই-
ধর্মান্ধ-সমাজ আর কিছু অসজ্ঞায়িত দাম্পত্যের কথা বলছি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com