অসভ্যতা করলেই আমি তাকে থাপ্পর…..

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

অসভ্যতা করলেই আমি তাকে থাপ্পর…..
Priyanka

প্রিয়াঙ্কা চোপড়া

 

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : মার্কিন মুলুক কাঁপিয়ে ভারতে ফিরে প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত প্রকাশ ঝাঁ-এর সিনেমা ‘জয় গঙ্গাজল’-এর প্রচারের কাজে। সিনেমায় এক কঠিন স্বভাবের পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। তাই এখন ছবির চরিত্রের সঙ্গে মিলিয়ে নারীদের কঠিন হওয়ার কথা বলছেন।

এমন এক কথা বলতে গিয়ে ৩৩ বছরের এই অভিনেত্রী বলেন, ”’আনজানা আনজানি’ সিনেমার সুটিংয়ের সময় এক ভক্তকে তিনি চড় মেরেছিলেন। কারণ সেই ভক্ত ছবি তোলার নাম করে আমার খুব কাছে গিয়ে অসভ্যতা করেছিলেন।”

প্রিয়াংকা আরো বলেন, ‘কেউ অসভ্যতা করলেই আমি তাকে চড় মারি।’ প্রকাশ ঝাঁ-এর সিনেমা ‘জয় গঙ্গাজল’-এ প্রিয়াঙ্কা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। আগামী বছর ৪ মার্চ মুক্তি পাবে ‘জয় গঙ্গাজল’।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com