সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৫
সুরমা মেইলঃ বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে অস্ট্রেলিয়ায় মুসলিমদের ওপর চালানো এক সমীক্ষায় মুসলমানরা অমুসলিমদের তুলনায় প্রায় তিন গুণ বেশি বৈষম্যের শিকার হচ্ছে। একই সঙ্গে তারা মুখোমুখি হচ্ছে নানা ধরনের ধর্মীয় অসহিষ্ণুতারও।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেসব মুসলিমের ওপর এই জরিপ চালানো হয়েছে তাদের ৬০ ভাগ উত্তরদাতা বলেছেন, কোনো না কোনোভাবে ইসলামোফোবিয়া বা ইসলামভীতির অভিজ্ঞতা হয়েছে তাদের।
প্রায় ৬০০ লোকের ওপর এই জরিপটি চালিয়েছে ওয়েস্টার্ন সিডনি ও চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামিক সায়েন্সেস অ্যান্ড রিসার্চ একাডেমি।
জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা অফিসে বা চাকরির সন্ধানের সময় বর্ণবাদের শিকার হয়েছেন। ৫৭ শতাংশ উত্তরদাতা সাধারণ ক্ষেত্রে বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানায়।
শতকরা ৮৫ ভাগের বেশি উত্তরদাতারা তার পরও মনে করেন অস্ট্রেলিয়ায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ।
এই গবেষণায় যিনি নেতৃত্ব দিয়েছেন, অধ্যাপক কেভিন ডান, তিনি বলেছেন, অন্যান্য সমীক্ষার সঙ্গে এই জরিপের সামঞ্জস্য আছে। সেসব গবেষণাতেও দেখা গেছে যে অস্ট্রেলিয়াতে ইসলামভীতি অত্যন্ত প্রবল।
তবে জরিপের ৯৭ শতাংশ উত্তরদাতা মনে করেন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোক একসঙ্গে মিলেমিশে বসবাস করা উত্তম।
সিডনিতে ইসলামের ওপর আয়োজিত এক সম্মেলনে গবেষকরা বলেছেন, এ ধরনের বৈষম্য অব্যাহত থাকলে অল্পবয়সী মুসলিম ছেলেমেয়েরা খুব সহজেই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি