সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ।
মঙ্গলবার (১৯ জুলাই) স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশবাসীর করণীয়’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া আজ জাতীয় ঐক্যের কথা বলেছেন। জঙ্গিদের সঙ্গে নিয়ে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলেছেন। ইতোমধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং জঙ্গিবাদের অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে বেগম জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা হাসিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি