অস্ত্র ক্রেতা হিসেবে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে পরিকল্পনা গ্রহণ করেছে ভারত।আর অস্ত্র কেনার বিষয়ে নিজের নাম তালিকায় এগিয়ে নিয়ে এসেছে তারা।

বিশ্বে বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে সৌদি আরবের পরেই ভারতের অবস্থান।সিআরএসের একটি রিপোর্টে জানানো হয়, ২০০৮-২০১৫-এর মধ্যে ভারত ৩৪বিলিয়ন ডলারের অস্ত্র কেনে, যেখানে সৌদি আরব ৯৩.৫বিলিয়ন ডলারের অস্ত্র কেনে।

২০০৮-২০১৫-এর মধ্যে অস্ত্র ক্রয়ের বিষয়ে সবার প্রথমেই নাম রয়েছে সৌদি আরবের। মোট ৯৩.৫বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে তারা। ভারত রয়েছে তার ঠিক পরেই।

সিআরএসের এই রিপোর্টে, প্রতিরক্ষাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে ভারতের এই প্রয়াসকে তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com