অ্যাকশন বলেই নায়িকার পোশাক ছিঁড়ে দিলেন পরিচালক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

অ্যাকশন বলেই নায়িকার পোশাক ছিঁড়ে দিলেন পরিচালক

download (2)

বিনোদন ডেস্ক : আর পাঁচটা দিনের মতোই শুটিংয়ে ব্যস্ত নায়িকা। সব কিছুই ছিল ঠিকঠাক। হঠাৎ লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই তার পোশাক ছিঁড়ে দিলেন পরিচালক। সেটে সবার সামনে প্রায় নগ্ন করে দেয়া হলো নায়িকাকে। সম্প্রতি পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছেন এক অভিনেত্রী। ত্রিচুরের বাসিন্দার ওই নায়িকা। কিছুদিন আগে সিনেমার অফার নিয়ে পরিচালক স্নেহজিৎ আসেন তার কাছে। চিত্রনাট্য শুনে রাজি হয়ে যান অভিনেত্রী। তবে সেই চিত্রনাট্যের কোথাও লেখা ছিল না, পোশাক ছিঁড়ে দেয়া হবে তার। সবার সামনে এমন ঘটনায় ভেঙে পড়েন নায়িকা। সঙ্গে সঙ্গেই প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুটিং স্পট ছেড়ে বেরিয়ে যান তিনি। শেষে মহিলা সেলে গিয়ে পরিচালক স্নেহাজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির দায়ে মামলা করেন তিনি। নায়িকার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছেন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com