সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ইরাকে অন্তত ২২ সেনাসদস্য নিহত হয়েছে। রামাদি শহরের কাছে আইএসের ওই হামলায় নিখোঁজ রয়েছে আরো ৭ সেনা। দেশটির সেনবাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে রামাদির জানকুরাহ শহরের কুতাইনিয়া গ্রামে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ব্যারাকে হামলা চালায় আইএস। এতে ২২ সেনাসদস্য নিহত ও নিরাপত্তা বাহিনীর আরো ১৬ সদস্য আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৭ সেনা।আনবার প্রদেশের রাজধানী রামাদিতে অন্তত ৫ লাখ মানুষের বসবাস। গত মে মাসে শহরটির নিয়ন্ত্রণ হারায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এরপর দেশটির পশ্চিমাঞ্চল থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার পর গত বছরের ডিসেম্বরে সরকারি বাহিনী রামাদি শহরের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে রামাদিসহ এর আশপাশের শহরগুলোতে কয়েকবার হামলা চালিয়েছে আইএস। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রামাদি মার্কিন নেতৃত্বাধীন জোট অন্তত ৬ শতাধিক বিমান হামলা চালিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি