সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ :পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহিদুল হক শনিবার সিলেট সফরে এসেছেন। তার এই সফরকে ঘিরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার চিরাচরিত চেহারাই পাল্টে যায়। নগরীর নিত্য সমস্যা হকারদের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করে পুলিশ। সিলেট মহানগরীর প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে হকারদের দখলে থাকা ফুটপাত। সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখার তথ্য মতে, সিলেট মহানগরীর ৩শ কিলোমিটার এলাকায় ফুটপাত রয়েছে। তন্মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার ফুটপাতই হকারদের দখলে। তবে প্রকৃত অর্থে, হকারদের দৌরাত্ম্যে পুরো নগরীর সিংহভাগ ফুটপাতই অবৈধ দখলে থাকে বারো মাস। এতে সাধারণ নগরবাসীকে চলাচল করতে গিয়ে পড়তে হয় নিদারুণ সমস্যায়। বিশেষ করে মহিলা ও শিশুদের চরম বিড়ম্বনা পোহাতে হয়। বাধ্য হয়ে নগরবাসীকে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হয় যানজটের। একইসাথে প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। সিলেট নগরীর দখলমুক্ত করতে বিভিন্ন সময় দাবি জানান সচেতন সিলেটবাসী। প্রায়ই আন্দোলন করে বিভিন্ন সামাজিক সংগঠন। এসবের গ্রেক্ষিতে মাঝেমধ্যেই অভিযান চালিয়ে নগরীর কিছু কিছু ফুটপাত দখলমুক্ত করে প্রশাসন। তারপর আবার যেইসেই অবস্থা। গত ২৬ ডিসেম্বর সিলেট সফরে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাঁর সফরকে ঘিরে সিলেট মহানগরীর সকল ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। রাষ্ট্রপতির সফরের পরদিন থেকেই পূর্বের অবস্থা তথা হকারদের দখলে চলে যায় নগরীর ফুটপাত। এরপর গত ২১ জানুয়ারি সিলেট সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরকে ঘিরে পুরো সিলেট নগরীর চেহারাই পাল্টে যায়। উচ্ছেদ করা হয় পুরো নগরীর হকারদের। তবে তাঁর সফরের পরেও পূর্বের চেহারা ফিরে পায় নগরীর ফুটপাত। এবার পুলিশের মহাপরিদর্শকের সফর ঘিরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, সুরমা পয়েন্ট, জেলা পরিষদের সামন, জেলা জজ আদালতের বাইরের ফুটপাত প্রভৃতি এলাকা হকারদের অবৈধ কবল থেকে মুক্ত করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদও হকারদের উচ্ছেদের বিষয়টি স্বীকার করেছেন। তবে সচেতন সিলেটবাসীর প্রশাসনের এমন পদক্ষেপে ক্ষুব্দ। তারা বলছেন, এভাবে উচ্চ পর্যায়ের কেউ এলে নগরীর ফুটপাত দখলমুক্ত হবে আর অন্য সময় যেই-সেই, এমন পদক্ষেপ সমর্থনযোগ্য নয়। স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখার দাবি নগরবাসীর।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি