আইটেম হতে আপত্তি নেই কিন্তু বিকিনি পরবোনা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬

আইটেম হতে আপত্তি নেই কিন্তু বিকিনি পরবোনা

Chopra

বিনোদন ডেস্ক: বিকিনি বডি নেই। তাই বিকিনি পরার কোনও প্রশ্নই নেই। যদি কখনও তিনি বিকিনি বডি বানাতে পারেন, অবশ্যই বিকিনি পরিবেন। কিন্তু তাই বলে আইটেম ডান্স করতে তাঁর কোনও আপত্তি নেই। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন পরিণীতি চোপড়া।

এক বছরের ওপর হয়ে গেল ক্যামেরার সামনে আসেননি পরিণীতি চোপড়া। ফোটোশুট করেছেন। কিন্তু ফিল্মের অফার আসেনি। তাতে একটু চাপে থাকলেও নিজের পিছনে অনেকটাই সময় দিচ্ছেন পরিণীতি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশেষ কোনও ছবির প্রতি আসক্তি নেই তাঁর। লাভস্টোরি, অ্যাকশন ফিল্ম… যে কোনও ছবিই তিনি করতে রাজি। কিন্তু তা অবশ্যই পছন্দসই হতে হবে। আর সেই পছন্দসই ছবি পাওয়ার জন্যই মেহনত করছেন পরিণীতি। নিজেকে ক্রমাগত তৈরি করছেন।

এমনকী আঞ্চলিক ছবি থেকেও দূরে থাকতে চান পরিণীতি। তবে ছবি যদি বড় ব্যানারে হয় বা পরিচালক যদি নামী কেউ হন, তাহলে সেই ছবি করতেই পারেন তিনি। জানিয়েছেন পরিণীতি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com