সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিনোদন ডেস্ক : অনেক দিন কোথায় ছিলেন তা কেউ জানতো না। শুনা যাচ্ছে সাবেক এই নায়িকা নাকি আইটেম হতে যাচ্ছেন। মঙ্গলবার মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’ চলচ্চিত্রের একটি আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে চমক দেখাবেন বলে জানান ঢাকাই চলচ্চিত্রের একসময়ের আলোচতি নায়িকা মুনমুন। এরই মধ্যে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বায়ান্ন থেকে একাত্তর’ ও ড্যানি সিডাকের ‘কাসার থালায় রুপালি চাঁদ’ ছবিতে শুটিং করেছেন। মুনমুন বলেন, চলচ্চিত্রকে ভালোবেসে এখানে কাজ করতে এসেছিলাম। যখন এখানে নোংরামি শুরু হয়, তখন চলচ্চিত্র ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন আবার চলচ্চিত্রের সুন্দর দিন ফিরে এসেছে, তাই আবারও কাজ শুরু করেছি। একটি ছবির আইটেম গানে কাজ করার জন্য প্রযোজকের সাথে চুক্তিবদ্ধ হলাম। গতকালই বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই আইটেম গানের মধ্যে কিছু চমক থাকবে, যা এখনই বলছি না। তবে দর্শকদের বলতে চাই, আইটেম গান মানেই বারে উদ্দাম নাচ নয়। গল্পে গভীরতা তৈরি করতে পারে এই আইটেম গান। ‘মুসাফির আমরা সবাই মুসাফির’ শিরোনামের এই আইটেম গানটির কথা লিখেছেন কবির বকুল। শওকত আলী ইমনের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক, রিদ্র ও দিনাথ জাহান মুন্নী। উল্লেখ্য, ১৯৯৬ সালে এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় আসেন চিত্রনায়িকা মুনমুন। এরপর অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে এই নায়িকাকে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য ‘রানী কেন ডাকাত’ ‘লন্ডভন্ড’ ‘মৃত্যুর মুখে’ ‘স্পর্ধা’ ‘বিষে ভরা নাগিন’ ‘মরণ কামড়’ ইত্যাদি।
Design and developed by ওয়েব হোম বিডি