আইপিএল রাতে মুখোমুখি মুস্তাফিজ-ধোনি

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

আইপিএল রাতে মুখোমুখি মুস্তাফিজ-ধোনি
images (2)
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৪০তম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ এবং মাহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বিশাখাপত্তমে রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স ও ইএসপিএন।
প্রতি ম্যাচের মতো আজকের ম্যাচেও সবার চোখ থাকবে টাইগার পেসার মুস্তাফিজের দিকে। যাকে প্রতি ম্যাচেই ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করে থাকেন হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আসরে ইতিমধ্যে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। তাই মুস্তাফিজের ওপর আজ কড়া নজর রেখেই মাঠে নামবেন পুনে অধিনায়ক ধোনি। কারণ বাংলাদেশি এই কাটার মাস্টারের সক্ষমতা সম্পর্কে ভালোই ধারণা রয়েছে ধোনির।
আসরে ১০ ম্যাচে মাত্র ৩টি জয়ে পুনে রয়েছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এই ম্যাচটি হেরে গেলে ধোনির দলের জন্য প্লে অফে ওঠা অনেকটাই কঠিন হয়ে যাবে। অন্যদিকে ব্যতিক্রম কিছু না ঘটলে হায়দরাবাদের প্লে অফে থাকা প্রায় নিশ্চিত। তারপরও নিজেদের অবস্থান শক্ত রাখতে পুনের বিপক্ষেও আজ নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে হায়দরাবাদের দলটি।
এর আগে বিরাট কোহলির সেঞ্চুরিতে আইপিএলে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হেরে টেবিলের তলানির দিকে রাইজিং পুনে সুপারজায়ান্ট। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে গত ম্যাচে ৮৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ মহেন্দ্র সিং ধোনির বিধ্বস্ত পুনের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com