আইপিএল শেষ বিরাট কোহলির?

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

আইপিএল শেষ বিরাট কোহলির?
images
স্পোর্টস ডেস্ক : দুশ্চিন্তার গ্যারাকলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টের শেষ চারে খেলতে হলে আগামী দুই ম্যাচে জিততেই হবে ব্যাঙ্গালুরুর। কিন্তু দুই ম্যাচে নাও খেলতে পারে দলটির অধিনায়ক বিরাট কোহলি।
কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার সাকিব-গম্ভীরদের বিপক্ষে ফিল্ডিং করার সময় বল লেগে ডানহাতের বুড়ো আঙুলের কাছে কেটে যায় কোহলির। এমনতাবস্থায় হাতে সাত-আটটা সেলাইও পড়তে পারে। আর সেলাই পড়লে হয়তো পরের দুই ম্যাচে নাও দেখা যেতে পারে কোহলিকে।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে কোহলি বলেন- হাতে সাত-আটটা সেলাই পড়তে পারে। তা জেনেও কোনো দুশ্চিন্তার নেই। বরং ফাটা হাত নিয়ে ৫১ বলে ৭৫ করে দলকে জেতাতে পেরেই খুশি। তিনি আরও বলেন, যতগুলো সেলাই দিতে হোক, এখন দিতে রাজি। কিন্তু টিমকে ফেলে ওই সময় চলে যেতে চাইনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com