আইফোন গিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার করেন এসপি আনোয়ার

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

আইফোন গিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার করেন এসপি আনোয়ার

নিজস্ব প্রতিবেদক :
আইফোন গিফট পেয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রদল নেতার অভিযোগ, প্রবাসীর থেকে দেড় লাখ টাকার আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাকে গ্রেফতারের নির্দেশ দেন। সে অনুযায়ী মিথ্যে মামলায় তাকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা। শুক্রবার (০৭ জানুয়ারি) রাতে জাউয়া বাজার মিলন অডিটোরিয়ামে বাজারের ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।



ভুক্তভোগী ওই ছাত্রদল সভাপতির নাম শোয়েব আহমেদ। তিনি জানান, তার বড় ভাই শহিদুজ্জামান সুজন যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে প্রবাসী কবির আহমদ নামের একজনের সঙ্গে তার বিরোধ চলছে। এ নিয়ে যুক্তরাজ্যে কবিরের বিরুদ্ধে একটি মামলা করেছে সুজন।

 

যুক্তরাজ্যের বিরোধকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে কবিরের সহযোগী পাইগাঁও গ্রামের বাসিন্দা নানু মিয়া ফোন করে শোয়েবকে বাড়ি থেকে ডেকে নেন। পরে সাদা পোশাকের ডিবি পুলিশের হাতে তুলে দেয়। ওই রাতে থানায় নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অজ্ঞাতনামা আসামি দেখিয়ে গ্রেফতারের পরদিন সকা‌লে সুনামগঞ্জ আদালতে পাঠায়। দুদিন কারা ভোগের পর ৫ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি।

 

শোয়েব বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসী কবিরের কাছ থেকে আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান আমাকে গ্রেফতারের নির্দেশ দেন। মিথ্যে মামলায় আমাকে দুদিন কারাগারে থাকতে হয়েছে।’

 

শনিবার (০৮ জানুয়ারি) সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেনের নিকট অভিযোগের বিষয়ে জানতে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com