আইভীর জয় শতভাগ নিশ্চিত : হানিফ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জয় শতভাগ নিশ্চিত।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ প্রমাণ করে বিএনপির আশঙ্কা এবং অভিযোগ জনগণকে বিভ্রান্ত করা। অতীতে পরাজয় জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে।

তিনি আরো বলেন, আশা করি বিএনপি প্রার্থীতা প্রত্যাহার না করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে এবং জনগণের দেয়া রায়ের জন্য অপেক্ষা করবে।

হানিফ বলেন, অতীতে বিএনপি বার বার নির্বাচন থেকে সরে গিয়ে প্রকারান্তরে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে আজকের এই নির্বাচনে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের অনিয়মের অভিযোগ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com