আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজ

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২১ বছর বয়সী বাংলাদেশের বাঁহাতি পেসার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে, ২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি বছরের সেরা টেস্ট খেলোয়াড়ের আসনে বসেন ভারতীয় অফস্পিন অলরাউন্ডার। ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন মুস্তাফিজ। এরই মধ্যে কিউইদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনজুরি কাটিয়ে লম্বা বিরতির পর বোলিংয়ে ফিরেন তিনি।

আজকের ওয়ার্মআপ ম্যাচটিতে বৃষ্টি আইনে তিন উইকেটে হেরে গেলেও বল হাতে দুই উইকেট নেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com