আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : নোমান

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : নোমান

downloadসুরমা মেইল ডেস্ক :: বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল নোমান বলেছেন, সার্ক শীর্ষ সম্মেলনকে অকার্যকর করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। সোমবার  জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ-এর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

স্মরণ সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

নোমান বলেন, হঠাৎ আওয়ামী লীগ বলছে সার্ক প্রয়োজন নেই। সার্ক অকার্যকর করার এই ষড়যন্ত্র আমরা মানবো না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্র হারিয়ে গেছে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এক্ষেত্রে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন। আর তাই শুধু আলোচনা করলে চলবে না, প্রয়োজনে আন্দোলন করতে হবে।

হান্নান শাহ’র স্মৃতিচারণ করে দলের নির্বাহী কমিটির সদস্য শাহ্ আবু জাফর বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলেছেন হান্নান শাহ্। সত্য বলতে তিনি কখনো ভয় পেতেন না। তাকে হারিয়ে আমরা শোকাহত।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাসের মহাম্মদ রহমতুল্লাহ, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com